সংস্কারের সঙ্গে নির্বাচনের কোনো বিরোধ নেই, উভয় প্রক্রিয়া একসঙ্গে চলতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করা উচিত।
রোববার (১৯ জানুয়ারি) শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে তিনি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানান।
মির্জা ফখরুল বলেন, সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলোর ঐক্যমত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ঐক্যমত ছাড়া এসব সুপারিশ বাস্তবায়ন করা সম্ভব নয়।
রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং সরকারের সহযোগিতা ছাড়া এই সুপারিশ বাস্তবায়ন সম্ভব হবে না বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, বিএনপি কখনো সংস্কারের বিরোধিতা করেনি। বরং বহু আগে থেকেই তারা সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলে আসছে। নির্বাচনের পর জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই সংস্কারের বাকি কাজ সম্পন্ন করবেন।
তিনি আরও বলেন, জিয়াউর রহমানের দেখানো স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে বিএনপি। তার শাসনামলে কৃষি ও শিল্পখাতে যে বিপ্লব সাধিত হয়েছিল, তা স্মরণীয়।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বিকেলে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এক আলোচনা সভায় ভার্চুয়াল বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৩৬ সালে বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন।