মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর শহীদদের নাম অন্তর্ভুক্ত করে একটি গেজেট প্রকাশ করেছে। বুধবার (১৫ জানুয়ারি) মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত এই গেজেটে শহীদদের মেডিকেল কেইস আইডি, নাম, বাবার নাম, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা অন্তর্ভুক্ত করা হয়েছে।
গেজেটে সারাদেশ থেকে মোট ৮৩৪ জন শহীদের নাম তালিকাভুক্ত করা হয়েছে। প্রত্যেক শহীদের নামের পাশে তাদের মেডিকেল কেস আইডি যুক্ত করা হয়েছে।
জানা গেছে, শহীদ ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় একটি নতুন অধিদফতর, ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদফতর’, গঠনের পরিকল্পনা করেছে। এই অধিদফতর শহীদদের ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসা সহায়তা প্রদান করবে। গেজেটে ৮৩৪ জন শহীদের পাশাপাশি প্রায় ১৫ হাজার আহত ব্যক্তির তথ্য উল্লেখ করা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকারের গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল গত ২১ ডিসেম্বর শহীদ ও আহতদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর, ১৫ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত একটি বিশেষ কমিটি শহীদ ও আহতদের তালিকা প্রস্তুত করে। যাচাই-বাছাই শেষে বুধবার শহীদদের নামের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গেজেট প্রকাশিত হয়েছে। যাচাই-বাছাইয়ের মাধ্যমে ৮৩৪ জন শহীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।”