গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল, যা যুদ্ধবিরতি এবং বন্দিবিনিময় চুক্তির আলোচনায় নতুন আশার সঞ্চার করেছে। এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এপি।
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১৪ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত দক্ষিণ কমান্ডের পরিস্থিতি মূল্যায়নের পর ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকা থেকে সৈন্য প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে।
লেবাননের সংবাদমাধ্যম আল-মায়েদিন জানিয়েছে, গাজার যুদ্ধবিরতি এবং হামাস ও ইসরায়েলের মধ্যে জিম্মি ও বন্দিবিনিময় চুক্তি নিয়ে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। কাতার, মধ্যস্থতাকারী হিসেবে, আশাবাদ প্রকাশ করেছে যে শিগগিরই চুক্তি সম্পন্ন হতে পারে।
একজন ফিলিস্তিনি কর্মকর্তা, যিনি পরিচয় প্রকাশ করতে চাননি, জানিয়েছেন যে সোমবার (১৩ জানুয়ারি) হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা হয়েছে।
ওই কর্মকর্তা আরও জানান, বন্দিবিনিময় নিয়ে মতানৈক্যের কারণে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিতে সময় লেগেছে। তবে উভয় পক্ষ একমত হয়েছে যে চুক্তির প্রথম দিনেই হামাস তিনজন জিম্মিকে মুক্তি দেবে, এরপর ইসরায়েল জনবহুল এলাকা থেকে সৈন্য প্রত্যাহার করবে।
প্রথম সাত দিনের মধ্যে আরও চারজন জিম্মি মুক্তি পাবে, এবং ইসরায়েল গাজার দক্ষিণে স্থানান্তরিত মানুষদের উত্তর গাজায় ফিরে যাওয়ার অনুমতি দেবে। তবে তারা কেবল উপকূলীয় সড়ক ব্যবহার করতে পারবে এবং কোনো যানবাহন ব্যবহারের অনুমতি থাকবে না, শুধু হেঁটে যাওয়া যাবে।
এছাড়া, গাড়ি ও অন্যান্য যানবাহন সালাহ আল-দিন রোড সংলগ্ন একটি নির্দিষ্ট পথ দিয়ে চলাচল করবে। এ পথটি কাতার ও মিশরের কারিগরি নিরাপত্তা দল এক্স-রে মেশিন দিয়ে পর্যবেক্ষণ করবে।