ইউক্রেনে বিমান হামলার সতর্কতা জারি, ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা

0

ইউক্রেন কর্তৃপক্ষ বুধবার (১৫ জানুয়ারি) দেশজুড়ে বিমান হামলার সতর্কতা জারি করেছে। কিয়েভের বিমান বাহিনী আসন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে সতর্ক করার পর এই পদক্ষেপ নেওয়া হয়।

সংবাদমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনীয় বিমান বাহিনী একটি টেলিগ্রাম পোস্টে কেন্দ্রীয় ইউক্রেনের ক্রিভি রিগ শহরের বিষয়ে উল্লেখ করে বলেছে, ‘ক্রিভি রিগ—লুকিয়ে পড়ো! দক্ষিণ দিক থেকে একটি ক্ষেপণাস্ত্র তোমার দিকে আসছে!’

পোস্টে আরও বলা হয়েছে, উত্তর চেরনিগিভ অঞ্চল, মধ্য পোলতাভা অঞ্চল, এবং দক্ষিণ মাইকোলাইভ অঞ্চলের দিকেও ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে।

সতর্কবার্তায় বলা হয়, ‘ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি ঝাঁক রাজধানী কিয়েভের দিকেও যাচ্ছে।’

এই সতর্কতা এমন সময়ে জারি করা হলো, যখন ইউক্রেন দাবি করছে, তারা রাশিয়ার ভূখণ্ডে সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে। এই হামলায় ফ্রন্টলাইন থেকে কয়েকশ কিলোমিটার দূরে অবস্থিত কারখানা ও জ্বালানি কেন্দ্রে আঘাত হানা হয়েছে।

অন্যদিকে, রুশ সামরিক বাহিনী ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন ও ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অভিযোগ করেছে এবং এর জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে