ট্রাম্প-পুতিন শীঘ্রই বৈঠকে বসছেন

0

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি খুব দ্রুতই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। সোমবার (১৩ জানুয়ারি) ট্রাম্প এই তথ্য দেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরই পুতিনের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে। যদিও নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করেননি তিনি। তবে এটি হতে পারে ইউক্রেন যুদ্ধ শুরুর পর দুই দেশের নেতাদের প্রথম মুখোমুখি সাক্ষাৎ।

ট্রাম্প ইউক্রেন যুদ্ধ সমাপ্তি বিষয়ে বলেন, যুদ্ধ বন্ধের একমাত্র কৌশল পুতিনের ওপর নির্ভর করছে। তিনি আরও জানান, পুতিনও বৈঠক করতে আগ্রহী।

উল্লেখ্য, রাশিয়া বর্তমানে ইউক্রেনের দোনেৎস্কসহ চারটি অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চায়। অন্যদিকে, ইউক্রেন ন্যায্যতার ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠার দাবি জানাচ্ছে।

এ বৈঠক বিশ্বের রাজনৈতিক অঙ্গনে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে