কুমিল্লার লাকসামে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

0

কুমিল্লার লাকসামে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম পৌর এলাকার ভৈষকোপালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। আহত মাসুকুর রহমান বাবুকে (২৮) কুমিল্লার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

নিহতদের পরিচয়

নিহতরা হলেন লাকসাম পৌর এলাকার গুনতি গ্রামের শফিকুর রহমানের ছেলে তাবারক উল্লাহ মালু (৪২) এবং উত্তরকুল গ্রামের আবু তাহেরের ছেলে মাসুদ (২৮)।

ঘটনা বিবরণ

জানা যায়, বৃহস্পতিবার রাতে তিন যুবক একটি মোটরসাইকেলে করে লাকসাম থেকে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। লাকসাম রেলওয়ে জংশনের কাছাকাছি ভৈষকোপালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নোয়াখালীগামী একটি বালুবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাবারক উল্লাহ মালু ও মাসুদ মারা যান। অন্য আরোহী মাসুকুর রহমান বাবু গুরুতর আহত হন।

পুলিশি কার্যক্রম

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে