পিলখানা বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে ভুক্তভোগী ও তাদের স্বজনরা অবরোধ করেছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর দেড়টার পর থেকে তারা শাহবাগে অবস্থান নেন। তারা ঘোষণা দেন, “যতক্ষণ ইনসাফ প্রতিষ্ঠিত না হয়, ততক্ষণ লড়াই চালিয়ে যাব।”
অবরোধ চলাকালীন তাদেরকে “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”, “আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম”, এবং “বিডিআর না বিজিবি, বিডিআর বিডিআর“—এমন স্লোগান দিতে দেখা যায়।
এ কারণে শাহবাগ মোড় এবং আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।