পুলিশ জাজিরা থানার সম্প্রসারিত নতুন ভবনের দ্বিতীয় তলায় ওসি মো. আলআমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়।
ঘটনার পর জাজিরা থানার প্রধান ফটক বন্ধ করে ভিতরে কারও প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরি রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা থানায় প্রবেশ করেছেন।
স্থানীয় গণমাধ্যম কর্মী, পুলিশ সদস্য এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ওসি আলআমিন জাজিরা থানায় যোগ দেন। তখন থেকেই তার মধ্যে এক ধরনের গুমোট ভাব এবং একাকিত্ব লক্ষ্য করা যায়। তিনি দুশ্চিন্তাগ্রস্ত থাকলেও তার সমস্যার কথা কারও সাথে শেয়ার করেননি।
এ বিষয়ে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. রোমান বাদশা জানিয়েছেন, ঘটনাটি সন্দেহজনক এবং পোস্টমর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব নয়।