ইউরোপীয় দেশগুলোর ভিসা সেন্টার স্থাপনে বাংলাদেশের প্রচেষ্টা অব্যাহত

0

বাংলাদেশে ইউরোপীয় দেশগুলো যাতে ভিসা সেন্টার স্থাপন করে, সেই প্রচেষ্টা চলমান রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের চীন সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রফিকুল আলম বলেন, ইউরোপের যেসব দেশের দূতাবাস বাংলাদেশে নেই, তারা যাতে বাংলাদেশে ভিসা সেন্টার স্থানান্তর করে, সে বিষয়ে গত কয়েক মাস ধরে অনুরোধ জানানো হয়েছে।

তিনি জানান, এরই মধ্যে বুলগেরিয়া বাংলাদেশে ভিসা সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে। অন্যদিকে রোমানিয়া কখনো ভিয়েতনাম, কখনো থাইল্যান্ড থেকে ভিসা প্রদান ব্যবস্থা চালু করেছে। তবে এই পদ্ধতি অস্থায়ী।

রফিকুল আলম আরও বলেন, ইউরোপের অন্যান্য দেশগুলোরও যাতে বাংলাদেশে ভিসা সেন্টার খোলে, সে লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য সংশ্লিষ্ট দেশগুলোকে বিভিন্ন অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। তাই এতে কিছুটা সময় লাগতে পারে বলে তিনি সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করেন।

এদিকে, ২০ থেকে ২৪ জানুয়ারি চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সেখানে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য ভারসাম্য পুনর্গঠন ও চীনা

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে