মেহেরপুরের গাংনীতে দেওয়াল লিখন নিয়ে উত্তেজনা

0

মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিসের দেওয়ালে “শেখ হাসিনা আসবে ফিরে” এবং “জয়বাংলা” স্লোগান লেখা হয়েছে। বিএনপি অভিযোগ করেছে যে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এই দেওয়াল লিখন করেছে এবং এ নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

গত ৫ জানুয়ারি দিবাগত রাতে অজ্ঞাত ব্যক্তিরা এসব স্লোগান দেওয়ালে লিখে যায়। মহিলা বিষয়ক ও সমাজসেবা, খাদ্য অফিস, সাব রেজিস্ট্রি অফিস এবং নির্বাচন অফিসের দেওয়ালে লাল কালিতে বড় অক্ষরে হাতে লেখা হয়েছে স্লোগানগুলো। স্থানীয়রা আজ সোমবার সকালে এগুলো দেখতে পান। ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে।

গাংনী পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি সুলেরী আলভী বলেন, “ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন। তাদের কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। পরিকল্পিতভাবে গণতন্ত্র হত্যা দিবসকে কেন্দ্র করে তারা এই কাজ করেছে। আওয়ামী লীগের অস্তিত্ব নেই, তাই দেওয়াল লিখন করে তা জানান দেওয়ার চেষ্টা করছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও কঠোর ব্যবস্থা চাই।”

এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, “বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” উপজেলা নির্বাচন অফিসার নাহিদ হাসান জানিয়েছেন, সিসিটিভি ক্যামেরা অকেজো থাকায় অভিযুক্তদের শনাক্ত করা যায়নি।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে