রুশ পর্যটকদের নিষিদ্ধ করতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কির এ আহ্বানের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া।
ভলোদিমির জেলেনেস্কির প্রস্তাবের নিন্দা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এ বিষয়টিকে তারা অত্যন্ত নেতিবাচকভাবে দেখবে জানিয়ে তিনি বলেন, রাশিয়া এবং রুশদের বিচ্ছিন্ন করার যেকোনো প্রচেষ্টা সফল হবে না।
ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ পর্যটকদের পশ্চিমা দেশগুলোতে নিষিদ্ধ করলে রাশিয়া আরো বেকায়দায় পড়বে।
গতকাল মঙ্গলবার এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা ক্যালাস এক টুইট বার্তায় বলেছেন, রুশদের ভ্রমণ ভিসা দেওয়া বন্ধ করুন। রুশ পর্যটকদের নিষিদ্ধ করার পক্ষে ফিনল্যান্ড।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন বলেছেন, রাশিয়া যখন ইউরোপে আগ্রাসী ও নৃশংস যুদ্ধ চালাচ্ছে, তখন ইউরোপে ভ্রমণ করছে রুশরা। এটা একদমই ঠিক নয়।
সূত্র: ওয়াশিংটন পোস্ট।