বাইডেন প্রশাসনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে. সিসনের সঙ্গে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের বৈঠক অনুষ্ঠিত।
সোমবার (৮ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে রোহিঙ্গা সংকট সহ দ্বিপাক্ষিক বেশ কিছু বিষয় আলোচনায় আসে। এ সময় আলোচনায় আসে র্যাবের উপর নিষেধাজ্ঞার বিষয়টিও।
এরপর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজন করা হয় এক মধ্যাহ্নভোজের।
উল্লেখ্য, গত শনিবার (৬ আগস্ট) দুই দিনের সফরে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের বাইডেন সরকারের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে. সিসন।