যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে চার মুসলিমকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।
রোববার তিনি এ নিন্দা জানান। খবর আনাদোলুর।
বাইডেন টুইটারে বলেন, আলবুকার্কে চার মুসলিমকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আমি ক্ষুব্ধ এবং হতাশ।
তিনি আরও বলেন, এ বিষয়ে তদন্ত চলমান। আমার প্রশাসন যুক্তরাষ্ট্রের মুসলিমদের পাশেই রয়েছে।
‘আমেরিকায় এ ধরনের ঘৃণ্য হামলার কোনো স্থান নেই’, যোগ করেন তিনি।
নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর আলবুকার্ক। গত শনিবার শহরের পুলিশ জানিয়েছিল, তিন মুসলিম পুরুষকে হত্যার ঘটনা তারা তদন্ত করছে। এখন চতুর্থ হত্যাকাণ্ডের ঘটনায়ও একই যোগসূত্র সন্দেহ করছে তারা। গত বছর থেকে পৃথক ঘটনায় এই চারজন নিহত হন।
এক বিবৃতিতে আলবুকার্ক পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার সর্বশেষ ব্যক্তির খোঁজ পাওয়া যায় গত শুক্রবার রাতে। তার মরদেহ লুথেরান ফ্যামিলি সার্ভিস কার্যালয়ের কাছে পাওয়া যায়। প্রতিষ্ঠানটি শরণার্থীদের সহযোগিতা দিয়ে থাকে বলে কেওবি৪ টেলিভিশন জানায়।
দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (সিএআইআর) দেশটিতে মুসলিমদের অধিকার নিয়ে কাজ করে এমন একটি সংগঠন। তারা এ হত্যায় জড়িত সন্দেহভাজনদের কোনো তথ্য দিতে পারলে ১০ হাজার ডলার পুরষ্কার ঘোষণা করেছে।
আলবুকার্কের পুলিশ কর্মকর্তা কাইল হার্টসক বৃহস্পতিবার বলেছেন, গত নয় মাসে যেসব মুসলিমদের হত্যা করা হয়েছে তাদের হত্যাকারী ব্যক্তি বা ব্যক্তিরা একই হতে পারে।