পাকিস্তানের জনপ্রিয় র্যাপার ইভা বি.। সম্প্রতি তিনি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাতকারে দুই জীবনের কথা তুলে ধরেছেন। পাক এই জনপ্রিয় র্যাপার যখন বাইরে বের হন তখন তার মাথায় হিজাব আর মুখে পর্দা থাকার কারণে তাকে কেউ চিনতে পারে না। বিষয়টি তিনি বেশ উপভোগ করেন।
২২ বছর বয়সি ইভা বি. এর গান অনলাইনে লাখ লাখ বার দেখা হচ্ছে। ইভা বলেন, তারা আমার গান বাজায়, কিন্তু আমি যখন তাদের কাছে থাকি তারা চিনতে পারে না যে এটা আমি।
মার্কিন ব়্যাপার এমিনেম ও কুইন লতিফাকে দেখে গান লেখা শুরু করেছিলেন ইভা৷ এরপর পড়াশোনার কথা বলে বাসা থেকে বের হয়ে পাড়ার গানের স্টুডিওতে গিয়ে গান রেকর্ডিং করে ফেসবুকে দেয়া শুরু করেছিলেন৷
তার ভাই গান রেকর্ডিংয়ের কথা জানান পর তাকে বকাঝকা করে। কিন্তু তাতেও সে থেমে থাকেনি। এরপর পরিবারের লোকজন বুঝতে পারে যে তাকে গান থেকে বের করা যাবে না। পরবর্তীতে ইভাকে তারাই সহযোগিতা করে।
সম্প্রতি কোক স্টুডিওতে অংশ নিয়েছেন ইভা বি.৷ সে কারণে তার জনপ্রিয়তা আরও বেড়ে গেছে। কোক স্টুডিওতে অংশ নেয়া শিল্পীরা তারকার জীবনযাপন করলেও ইভা বি সেসবের মধ্যে যাননি৷ তিনি বলেন, ‘দুই জীবন যাপন করার বিষয়টি অদ্ভুত৷মানুষ আমাকে চেনে, আবার একইসময়ে তারা আসলে আমাকে চেনে না৷ অবশ্য মাঝেমধ্যে দুই একজন তার চোখ দেখে চিনে ফেলে বলে জানান ইভা৷’
![](https://www.nawabganjnews.com/wp-content/uploads/2022/08/image-574078-2.jpg)
ইভা একজন মুসলিম নারী৷ সবসময় তিনি হিজাব পরেন৷ কিন্তু মিডিয়ায় তার চেয়ে তার হিজাবের বিষয়ে বেশি আলোচনা হয় দেখে খুশি নন ইভা৷
ইভা বলেন, মিডিয়া আমার চেয়ে আমার হিজাব নিয়ে বেশি ফোকাস করে। তারা এটা হাইপের জন্য করে। কিন্তু আমাদের সমাজে এটা সাধারণ বিষয়। কিন্তু এটাকে ব্রেকিং নিউজ হতে দেব না।
সূত্র: ডয়েচে ভেলে