প্রায় ১ ঘণ্টা পর সচল শাহজালাল বিমানবন্দর

0

টানা ৫৫ মিনিট বন্ধ থাকার পর আবার সচল হয়েছে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

রাত ৮টা ৫ মিনিটে রানওয়ে সচল হলে ঢাকার আকাশে চক্কর দেওয়া ফ্লাইটগুলো অবতরণ করতে শুরু করে।

এর আগে বৃহস্পতিবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের কিউ আর ৬৩৪ ফ্লাইটটি রানওয়েতে অবতরণ করে। এরপর উড়োজাহাজটি ট্যাক্সিওয়েতে যেতে না পেরে রানওয়েতে আটকে পড়ে। এতে অন্যান্য উড়োজাহাজ অবতরণ করতে পারছিল না।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, কাতার এয়ারওয়েজের ফ্লাইটে একটি টেকনিক্যাল ইস্যু ছিল। ফ্লাইটটি ৭টায় অবতরণ করে। কিন্তু সেটি আর ট্যাক্সিওয়েতে যেতে পারেনি। ফলে রানওয়ে ব্লক হয়ে যায়। পরে রাত ৮টার দিকে উড়োজাহাজটি সরানোর পর রানওয়ে খালি হয়।

তিনি বলেন, এ সময় যেসব ফ্লাইটের অবতরণ করার কথা, সেগুলোকে হোল্ডিংয়ে রাখা হয়। পরে রানওয়ে সচল হলে অবতরণের অনুমতি দেওয়া হয়। এছাড়া উড্ডয়নের অপেক্ষায় থাকা বেশকিছু ফ্লাইটের শিডিউলও ব্যাহত হয়েছে।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে