ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৪র্থ ব্যক্তির শরীরে শনাক্ত হলো মাঙ্কিপক্স। সবমিলিয়ে দেশটিতে সংক্রামক এ রোগে আক্রান্ত ৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে একজনের।
দিল্লি প্রশাসন জানায়, বুধবার (৩ আগস্ট) নমুনা পরীক্ষায় নিশ্চিত হওয়া ব্যক্তি ৩১ বছর বয়সী পুরুষ। সম্প্রতি তিনি বিদেশ ভ্রমণ শেষে দিল্লি ফিরেছেন। তাকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে।
এদিকে, ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় সবমিলিয়ে পাঁচজনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। রাজ্যটিতে ২২ বছরের এক যুবক জুলাই মাসে মারা গেছেন মাঙ্কিপক্সের সংক্রমণে।
পরিস্থিতি মোকাবেলায় জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ’ মন্ত্রণালয়। যোগ দিয়েছে এইডস নিয়ন্ত্রণ সংস্থা, সিডিসি ও ডব্লিউএইচও’র প্রতিনিধিরা। শিগগিরই আসতে পারে বড় ধরনের ঘোষণা। বিশ্বের ৭৫টি দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত ১৬ হাজারের বেশি মানুষ।
সূত্র: এনডিটিভি