তেল কম দেয়ায় সোহরাব সার্ভিস স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। বৃহস্পতিবার (৪ আগস্ট) এ জরিমানা করা হয়। এর মধ্যে অভিযোগ দায়ের করা শেখ ইসতিয়াক আহমেদ পাবেন ২৫ হাজার টাকা।
এর আগে গত ১ আগস্ট রাজধানীর কল্যাণপুরে তেল কম দেওয়ার প্রতিবাদ স্বরূপ সোহরাব সার্ভিস স্টেশনে সাত ঘণ্টা অবস্থান করেছিলেন ইসতিয়াক আহমেদ। পরে ২ আগস্ট রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন তিনি।
এ সময় তিনি সাংবাদিকদের তিনি জানান, ভোক্তা অধিকারের কর্মকর্তারা তাঁর কাছ থেকে ঘটনার বিবরণ শুনেছেন। তারপর তিনি ভোক্তা অধিকারের ফরমে লিখিত অভিযোগ করেছেন। তাঁর আশা, অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নিলে হাজারো মোটরসাইকেলচালক দীর্ঘদিনের অনিয়ম থেকে রেহাই পাবেন।