ধনকুবের ছেলের জন্য গর্বিত নন ইলন মাস্কের বাবা

0

ইলেকট্রিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলার প্রধান ও মহাকাশ সংস্থা স্পেস এক্স-এর প্রতিষ্ঠাতা ধনকুবের ইলন মাস্কের বাবা ইরল মাস্ক বলেছেন, ছেলেকে নিয়ে তিনি গর্ব করেন না। স্থানীয় সময় সোমবার অস্ট্রেলিয়ার একটি রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

ইরল মাস্ক বলেছেন, ‘আমরা এমন একটা পরিবার, যার নানা ধরনের কার্যকলাপের দীর্ঘ ইতিহাস আছে। এমন না যে আমরা হুট করে কিছু একটা করা শুরু করেছি।

তিনি আরো বলেন, ‘ছোটবেলা থেকেই আমার সঙ্গে তারা তিন ভাই-বোন―ইলন, কিম্বাল ও টোসকা দেশ-বিদেশ ঘুরে বেড়িয়েছে। তারা অনেক কিছু দেখেছে, আমরা একসঙ্গে অনেক কিছু করেছি। কিন্তু ইলন আসলে সীমা ছাড়িয়ে গেছে। ‘ 

ইরল মাস্ক আরো বলেন, ‘ইলন মাস্ক কখনো নিজের কাজ নিয়ে বেশি খুশি ছিল না।  কম্পানির কাজ বিষয়ে ইলন সব সময় ভাবে―সে নির্ধারিত সময়সূচির পেছনে পড়ে গেছে। ইলন মনে করে, আজকের সাফল্য আরো পাঁচ বছর আগে অর্জন করা উচিত ছিল। ‘

সূত্র : এনডিটিভি

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে