দুই ঘণ্টাব্যাপী ফোনালাপ, তাইওয়ান নিয়ে হুঁশিয়ারি চিনপিং-বাইডেনের

0

দুই ঘণ্টার বেশি সময় ধরে ফোনালাপে তাইওয়ান নিয়ে একে অপরকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিং।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিংকে বলেছেন, তাইওয়ানের ব্যাপারে যেকোনো একতরফা পদক্ষেপের বিরোধিতা করে যুক্তরাষ্ট্র। তাইওয়ান ইস্যুতে মার্কিন নীতি পরিবর্তন হয়নি বলেও জানিয়েছেন তিনি।

বেইজিং জানিয়েছে, বাইডেনকে এক-চীন নীতি মেনে চলতে বলেছেন শি চিনপিং।

এছাড়া বাইডেনকে সতর্ক করে দিয়ে চিনপিং বলেছেন, যে আগুন নিয়ে খেলবে, সে পুড়ে যাবে।

মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করবেন বলে গুঞ্জন ছড়ানোর পর বিষয়টি নিয়ে উত্তেজনা বেড়েছে। এরই মধ্যে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে দীর্ঘ সময় ধরে ফোনালাপ হলো।

দুই নেতার মধ্যে বৃহস্পতিবার দুই ঘণ্টা ১৭ মিনিটের দীর্ঘ এক ফোনালাপ হয়েছে। জো বাইডেন গত বছর ক্ষমতায় বসার পর এ নিয়ে পঞ্চমবারের মতো চীনা প্রেসিডেন্টের সঙ্গে তার ফোনালাপ হলো।

হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৮টা ৩৩ মিনিটে শুরু হয়ে ফোনালাপটি শেষ হয় ১০টা ৫০ মিনিটে।

বিবিসি জানিয়েছে, ন্যান্সি পেলোসি এখন পর্যন্ত তাইওয়ান যাওয়ার কোনো ঘোষণা দেননি। তবে এ ধরনের সফর হলে ‘গুরুতর পরিণতি’ হবে বলে সতর্ক করে দিয়েছে বেইজিং।

সূত্র: বিবিসি।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে