১২৩/খ দক্ষিণ যাত্রাবাড়ী মোঃ খোকন মিয়ার দ্বিতীয় মেয়ে সুমাইয়া আক্তার তার রহস্যজনক মৃত্যু।
ঘটনা স্থলে গিয়ে জানা যায় সুমাইয়ার বাবা-মা দুই বোন বেড়াতে গিয়েছিলেন এসে দেখে সুমাইয়া জানালায় ঝুলছে, তাড়াহুড়া করে কাউকে না জানিয়ে সুমাইয়ার বাবা-মা ও আত্মীয়-স্বজন মিলে সুমাইয়ার মরা দেহকে তাড়াহুড়া করে গোসল করানো হয়।
যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার কে ফোন দিলে ৪০ মিনিট পর ঘটনাস্থলে এসআই মনির হাজির হন ।
তদন্ত অনুসন্ধান করতে না করতে থানা থেকে ফোন আসে তুমি দ্রুত গতিতে চলে আসো এই বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মুঠো ফোনে ফোন দিলে ফোন ধরেননি এসআই মনির ।
জিজ্ঞাসাবাদ করলে মনির বলেন থানায় অভিযোগ না দিলে উপর থেকে নির্দেশ চলে যাওয়ার থানায় না জানিয়ে লাশ কি নামানোর কারো একতিয়ার আছে কি?
তথ্য অনুসন্ধান চলছে!