করোনায় মৃত্যু এবং শনাক্ত কমেছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে মৃত্যু হয়েছে চারজনের। আর শনাক্ত হয়েছে ৬১৮ জনের। মৃত চারজনের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন।
বৃহস্পতিবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বুধবার মৃত্যু হয়েছে ৫ জনের। আর শনাক্ত করা হয়েছে ৬২৬ জনের।
দেশে এ পর্যন্ত ২৯ হাজার ২৮৪ জনের প্রাণ গেল এই ভাইরাসে। অপর দিকে মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৪ হাজার ১৮৮ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত এক দিনে ৯ হাজার ৩৯৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৩৩৮টি নমুনা। শনাক্তের হার ছয় দশমিক ৬২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৭২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৯ লাখ ৪০ হাজার ৮৩ জন।