দেশের অর্থনীতি ও বাজার পরিস্থিতি বেশ ভালো। আর তাই ঋণ দেয়ার জন্য ঘুরছে বিশ্বব্যাংক ও আইএমএফ।
বুধবার (২৭ জুলাই) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে এ দাবি করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ঋণ আবেদন করা হয়েছে কিনা এ প্রশ্নের উত্তর দেননি মন্ত্রী। ঋণ আবেদন নিয়ে লুকোচুরির বিষয়ে বলেন, সহজ শর্তে ঋণ পেতে অনেক সময় কিছু তথ্য গোপন করা হয়। বিভিন্ন প্রেক্ষাপটে দেশের স্বার্থেই এমন পদক্ষেপ।