ঋণ দেয়ার জন্য ঘুরছে বিশ্বব্যাংক ও আইএমএফ: অর্থমন্ত্রী

0

দেশের অর্থনীতি ও বাজার পরিস্থিতি বেশ ভালো। আর তাই ঋণ দেয়ার জন্য ঘুরছে বিশ্বব্যাংক ও আইএমএফ।

বুধবার (২৭ জুলাই) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে এ দাবি করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ঋণ আবেদন করা হয়েছে কিনা এ প্রশ্নের উত্তর দেননি মন্ত্রী। ঋণ আবেদন নিয়ে লুকোচুরির বিষয়ে বলেন, সহজ শর্তে ঋণ পেতে অনেক সময় কিছু তথ্য গোপন করা হয়। বিভিন্ন প্রেক্ষাপটে দেশের স্বার্থেই এমন পদক্ষেপ।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে