কুমারখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

0

গোলাম সরোয়ার প্রতিনিধিঃ আজ ২৩ জুলাই সকাল ১০টায় কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলন/মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহামুদুল হাসান এর সভাপতিত্বে উক্ত সাংবাদিক সম্মেলন /মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল। উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবদিকবৃন্দ।

এ বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। নিরাপদ মাছ উৎপাদন বৃদ্ধিতে দেশের মানুষকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এবারের মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে