কলকাতায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরের (ইডি) অভিযানে পশ্চিমবঙ্গের অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় ২০টি মোবাইল ফোনসহ স্বর্ণ এবং বৈদেশিক মুদ্রাও উদ্ধার করা হয়েছে।
অর্পিতা পশ্চিমবঙ্গের তৃণমূলের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ট হিসেবে পরিচিত।
শুক্রবার (২২ জুলাই) অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের কাছে হরিদেবপুরের ডায়মন্ড সিটি সাউথের বাড়ির বিছানা ও আলমারি থেকে এই টাকা উদ্ধার করা হয়। পরে স্থানীয় ব্যাংকের সহযোগিতায় গুনে প্রায় ২০ কোটি টাকা পাওয়া যায়।
ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত অর্পিতা বাংলার পাশাপাশি তামিল ও ওড়িয়া সিনেমায় অভিনেত্রী হিসেবে কাজ করেছেন। পাশাপাশি বেশ কিছু পণ্যের বিজ্ঞাপণে মডেলিং করেছেন এই অভিনেত্রী।
শুক্রবার রাতে ইডি-র ট্যুইটারে লেখা হয়, ‘পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।’

ওই টুইটে শেয়ার করা হয় চারটি ছবি। যেখানে দেখা যাচ্ছে কার্যত নগদ টাকার পাহাড় !
ইডি সূত্রে দাবি, অর্পিতার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল তিনটি নোট গোনার মেশিন। ব্যাংক কর্মকর্তাদের ডেকে টাকা গোনার মেশিন ব্যবহার করে উদ্ধার হওয়া অর্থ গোনা হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার সকালে নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী ইডি। তদন্তকারী দলের সঙ্গেই সেখানে যান কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল নেতার বাড়ির রক্ষীদের ফোন বাজেয়াপ্ত করে বাড়ির ভেতর তল্লাশি চলে। বাইরে মোতায়েন ছিল কলকাতার পুলিশের দল।
এসএসসি মামলায় পার্থর বাড়িতে দুর্নীতিতে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতেই ইডি অভিযান চালিয়েছে বলে জানা গেছে।