শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

0

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের শারজাহ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। তাকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

শুক্রবার (২২ জুলাই) সকাল ৭টা ২০ মিনিটে চট্টগ্রামে অবতরণ করা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে করে মো. মিজান উদ্দীন নামের ঐ যাত্রী চট্টগ্রাম আসেন।

শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তা তৈয়বুর রহমান জানান, ঐ যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে নজরদারিতে রাখা হয়। পরে তিনি ওয়াশরুমের দিকে যেতে চাইলে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তার কাছে স্বর্ণের বার থাকার কথা স্বীকার করেন। ঐ যাত্রীর কাছ থেকে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা ১২টি স্বর্ণের বার উদ্ধার করেন। স্বর্ণের বারের ওজন ১ হাজার ৩৯৮ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য কোটি টাকা।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে