জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবেন তরুণ উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান। তিনি শুধু জিম্বাবুয়ে সিরিজের জন্যই অধিনায়ক। তবে তিনি স্থায়ীভাবে বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব পাননি।
শুক্রবার (২২ জুলাই) তার নাম ঘোষণা করেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী।
জালাল ইউনুস বলেন, আমরা জিম্বাবুয়েতে একপ্রকার নতুন একটা দল পাঠাচ্ছি। কারণ টেস্ট ও টি-টোয়েন্টিতে আমরা ধারাবাহিকভাবে ভালো করতে পারছি না। এ সিরিজে টি-টোয়েন্টিতে সোহান দলকে নেতৃত্ব দেবে।
এর আগে জিম্বাবুয়ে সফরের দল ও অধিনায়কত্বের বিষয় নিয়ে শুক্রবার (২২ জুলাই) দুপুরে মাহমুদউল্লাহর সঙ্গে গুলশানের সিক্স সিজন হোটেলে বেঠকে বসেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার ও আব্দুর রাজ্জাক। বৈঠক শেষে অধিনায়ক পরিবর্তনের ঘোষণা দেন জালাল ইউনুস।
জিম্বাবুয়ে সফর থেকে আগেই ছুটি চাওয়ায় দলে রাখা হয়নি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তবে টি-টোয়েন্টি থেকে বিশ্রাম দেয়া হয়েছে দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে। তবে রিয়াদ ও মুশফিক ওয়ানডে সিরিজে দলে থাকবেন।
জিম্বাবুয়ে সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেন মিনহাজুল আবেদীন নান্নু। টি-টোয়েন্টি স্কোয়াডে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন পারভেজ হোসেন ইমন।
আগামী ২৬ জুলাই জিম্বাবুয়ের বিমান ধরবে বাংলাদেশ দল। সেখানে হারারে মাঠে ৩টি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। কুড়ি ওভারের ফরম্যাট দিয়ে সফর শুরু হবে। প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ৩০ জুলাই।
টি-টোয়েন্টি স্কোয়াড
মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, আফিফ হোসাইন ধ্রুব, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মাহাদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও পারভেজ হোসেন ইমন।
ওয়ানডে স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত ও তাইজুল ইসলাম।