শরীয়তপুর জাজিরা উপজেলার বড় গোপালপুর ইউনিয়নের দেওয়ান কান্দি গ্রামের হারুন সিকদারের বাড়ি থেকে দুটি গাঁজা গাছ জব্দ করেছে জাজিরা থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২২জুলাই) দুপুরে এসআই ফরিদুলের নেতৃত্বে অভিযান পরিচালনা করে গাঁজা গাছ দু’টি জব্দ করা হয়।
এর আগে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, হারুন সিকদারের বাড়ির উঠানে কিছু গাঁদাফুল গাছের চারার মধ্যে কৌশলে দুটি গাঁজা গাছের চারা লাগানো। গাঁজা গাছের ধরণ অনেকটাই গাঁদাফুল গাছের মতো হওয়ায় কেউ আলাদা করে চিনতে পারেনি। তাই অবলীলায় বেড়ে উঠছিলো গাঁজা গাছ দু’টি।
হারুন সিকদারের প্রতিবেশী ইনসান সিকদার (৫৫) জানান, সে গত ২দিন আগে বাড়ি থেকে ঢাকায় গেছে। বর্তমানে সে নারায়নগঞ্জে আছে। এগুলো যে গাঁজা গাছ জীবনে প্রথম দেখলাম।
স্থানীয়দের সাথে কথা বলে আরও জানা গেছে বাড়ির মালিক হারুন সিকদার বেশিরভাগ সময়েই দেশের বাইরে থাকেন। মাঝেমধ্যে বাড়িতে আসেন। কিন্তু তিনিই যে গাছটি লাগিয়েছেন সে ব্যাপারে কেউ-ই নিশ্চিত নয়।
পাশের গ্রামের সওকত সিকদার বলেন, আমার জীবনে প্রথম দেখলাম গাঁজা গাছ। গাঁজা গাছ আমাদের এলাকার কেউ তেমন চিনেনা। তাই প্রকাশ্যে গাছ দু’টি বেড়ে উঠলেও কেউ কিছু বলেনি।
এই বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বড় গোপালপুর ইউনিয়ন থেকে দু’টি গাঁজা গাছ জব্দ করা হয়েছে। এই ঘটনায় মামলা হবে।