‘পরাণ’ দেখতে পরান কাঁদছে পূজার

0

ঈদে একসঙ্গে তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। যার একটি রোশান-পূজা চেরীর ‘সাইকো’। অন্য দুটি হলো, মিম-রাজ-ইয়াশের ‘পরাণ’ ও অনন্ত জলিল-বর্ষার ‘দিন দ্য ডে’।

তবে নিজের ছবি তো বটেই, এবার মিমের ‘পরাণ’ নিয়ে পোস্ট দিলেন পূজা। এমনকি ছবিটি দেখার জন্য আকুতিও ফুটে উঠেছে সেখানে।

কান্নার ইমোসহ পূজা ফেসবুকে লেখেন, ‘‘আমি ‘পরাণ’ দেখতে চাই’।’’

অন্যদিকে, ফেসবুকেই মিম পূজার পোস্টের প্রত্যুত্তর দিয়েছেন। আমন্ত্রণ জানিয়েছেন, একসঙ্গে ছবিটি দেখার। 

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে