নির্বাচনে ‘তলোয়ারের বিপরীতে রাইফেল নিয়ে দাঁড়াবেন’ নিজের করা এমন মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
মঙ্গলবার (১৯ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে ওই ধরনের মন্তব্যের জন্য ক্ষমা চান তিনি।
হাবিবুল আউয়াল বলেন, আপনারা মাঠে থাকবেন এবং মাঠ নিয়ন্ত্রণ করবেন।
একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, গত পরশু বলেছিলাম, যদি কেউ তলোয়ার নিয়ে আসে আপনারা রাইফেল নিয়ে দাঁড়াবেন। এটা হচ্ছে কথার পিঠে কথা, এটা কখনও একজন প্রধান নির্বাচন কমিশনার মিন করতে পারেন না। আর যদি মিন করতাম, তাহলে তো প্রথমদিন থেকেই আমি সবাইকে বলতাম অস্ত্র সংগ্রহ করতে। এই কথা কিন্তু আমি কখনও বলিনি।
তিনি বলেন, ইংরেজিতে একটি শব্দ আছে, হিউমার অর্থাৎ রস বা কৌতূক করে বলি। এটাকে একেবারে জাতীয় পর্যায়ে অকাট্য সত্য ঐশ্বরিক একটা বাণী হিসেবে প্রচার করা হয়েছে।
কাজী হাবিবুল আউয়াল বলেন, এটাকে বস্তুনিষ্ঠভাবে প্রচার করা যেত যে, উনি (আমি) হিউমার করে বলেছেন। আমি কিন্তু অস্ত্র নিয়ে প্রস্তুত থাকতে বলতাম না, সেটা আমি মিন করিনি। আমাকে ক্ষমা করবেন।