ভারতের টিভি রিয়েলিটি শো ‘ড্যান্স দিওয়ানে জুনিয়র’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন আদিত্য বিনোদ পাতিল। ৮ বছর বয়েসী এই খুদে শিল্পী পুরস্কার হিসেবে পেয়েছেন ২০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৩ লাখ ৪৪ হাজার ১৮ টাকা) ও একটি ট্রফি।
আদিত্য বিনোদ পাতিল পিংকভিলাকে বলে—‘আমি কখনো ভাবিনি এই প্রতিযোগিতায় বিজয়ী হবো। এটি আমার দাদার স্বপ্ন ছিল। আজ আমি খুব খুশি যে, দাদার স্বপ্ন পূরণ করতে পেরেছি।’
প্রাপ্ত অর্থ দিয়ে দাদার জন্য একটি বাড়ি কিনে দেবে আদিত্য। তা উল্লেখ্য করে এই খুদে শিল্পী বলে, ‘বিজয়ের ট্রফি হাতে নেওয়ার দৃশ্য দেখে আমার দাদার চোখ গড়িয়ে জল পড়েছে। আমাকে জড়িয়ে ধরে দাদা বলেন, এভাবে কাজ করে যাও এবং জীবনে এগিয়ে যাও। এই ট্রফিটা আমি আমার ক্লাস রুমে রাখ এবং দাদা-ভাইয়ের জন্য একটি বাড়ি কিনব।’
আদিত্যর বাড়ি ভারতের গুজরাটের সুরাতে। এ প্রতিযোগিতার শুরু থেকেই লাইমলাইটে ছিল এই খুদে নৃত্যশিল্পী। অনেক নাচের পারফরম্যান্সের জন্য প্রশংসা কুড়িয়েছে। টাইগার শ্রফের ভক্ত আদিত্য।