সুষ্ঠু নির্বাচনের জন্য কারো তদবিরের প্রয়োজন নেই : আইনমন্ত্রী

0

সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবি নাকচ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যেহেতু দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি অবৈধ ঘোষণা করেছেন, সেহেতু দেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না। বর্তমান সরকার আইনের শাসনে বিশ্বাস করে। তাই সরকারকে সর্বোচ্চ আদালতের রায় মানতে হবে।

আজ শনিবার বিকালে রাজধানীর একটি হোটেলে আইনি সহায়তা পদ্ধতির প্রাতিষ্ঠানিকীকরণ সংক্রান্ত এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন আইনমন্ত্রী।

আসছে জাতীয় নির্বাচন সুষ্ঠু-নিরপেক্ষ হবে জানিয়ে আনিসুল হক বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম দেশ। এখানে আইনের মাধ্যমে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এই নির্বাচন কমিশন জনগণকে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন  উপহার দেবে। এটার জন্য কারও দরজায় গিয়ে তদবিরের দরকার হবে না। ’

নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে আইনমন্ত্রী বলেন, ‘সারাবিশ্বে দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়। এভাবেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশেও দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। ভোট হবে নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচনের সময় যে সরকার থাকবে তারা শুধু দৈনন্দিন কাজ করবার জন্যই থাকবে। সেটা আইনের মধ্যেই আছে। আমরা আশা করবো সবাই নির্বাচনে আসবে। ’

বিভিন্ন মামলায় কারাগারে থাকা বিএনপির নেতাকর্মীদের মুক্তি নিয়ে এক সাংবাদিকের প্রশ্নে আনিসুল হক বলেন, ‘মামলার আসামি হিসেবে কেউ কারাগারে থেকে থাকলে আদালত ছাড়া তার মুক্তি সম্ভব না। ’

মামলাজট কমাতে সরকারের উদ্যোগের কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘মামলাজটের সঠিক পরিসংখ্যান জানতে একটা কমিটি করা হয়েছে। আগামী ১০-১২ দিনের মধ্যে ওই কমিটি এ বিষয়ে তথ্য জানাতে পারবে। ’

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে