রাজধানীর বনানীতে বাস উল্টে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (১৩ জুলাই) ভোরে বনানীর ২৩ নম্বর রোডের উল্টোপাশে ঢাকা-ময়মনসিংহ সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম রঞ্জু শেখ (৩৫)। তিনি নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন। তার গ্রামের বাড়ি রাজবাড়ী।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গুলশান ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মোস্তাফিজুর রহমান বলেন, ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া সংবাদমাধ্যমকে বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ ছাড়া রঞ্জু শেখের লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।