আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করা ছাড়া বিএনপির তো জনগণের কাছে বলার কিছু নেই। আজ পর্যন্ত কোনো ইতিবাচক কথা কিন্তু জনগণ তাদের কাছ থেকে শোনেনি। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিএনপি বলে আসছে, এই সরকার লুটপাট করে দেশ ধ্বংস করে দিচ্ছে। আসলে দেশের উন্নয়ন যত বেশি হচ্ছে, বিএনপির তত জ্বালা বাড়ছে।’
কুষ্টিয়া শহরের পিটিআই রোডের নিজ বাসভবনে আজ সোমবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া নাগরিক কমিটির সাথে বৈঠক শেষে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, ‘মেগাপ্রকল্পে দুর্নীতির অভিযোগ বিএনপির লাগাতার মিথ্যাচারের অংশ। পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণ হওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে, সরকারের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগের সত্যতা নেই।’
হানিফ আরও বলেন, ‘বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকতে দেশের একটা সেক্টরেও উন্নয়ন করেছে এমন নজির তারা দেখাতে পারেনি। তাদের সীমাহীন ব্যর্থতা ঢাকার জন্য সরকারের বিরুদ্ধে লাগাতার মিথ্যাচার করে যাচ্ছে। বর্তমান সরকারের আমলে যে উন্নয়ন অগ্রগতি হয়েছে আজ দেশের মানুষ তার সুফল পাচ্ছে। এই সরকারের সফলতা বিএনপির ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড যত বেশি হচ্ছে, বিএনপির ততো ঈর্ষায় নিজেদের মধ্যে জ্বালা বাড়ছে।’