ঈদের ছুটি শেষ, কাল থেকে খুলছে অফিস 

0

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে পালিত হলো পবিত্র ঈদুল আজহা। এ বছর ঈদুল আজহা উপলক্ষে তিনদিনের সরকারি ‍ছুটি আজ শেষ হচ্ছে। ফলে আগামীকাল মঙ্গলবার (১২ জুলাই) থেকে খুলছে সরকারি অফিস। 

ঈদুল আজহা উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই (শনি, রোব ও সোমবার) ঈদের ছুটি ছিল। এর আগে ৮ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা চারদিন ছুটি পেয়েছেন। 

জানা গেছে, মঙ্গলবার থেকে অফিস খুললেও অনেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি নেওয়ায় কাল অফিসে আসবেন না। আবার শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী রোববার (১৭ জুলাই) অফিস জমজমাট হতে পারে।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে