ইয়েমেনে সৌদি হামলা, হতাহত ১৭

0

জাতিসংঘের মধ্যস্থতায় প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইয়েমেনের ওপর আবারও হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। এতে অন্তত ১৭ জন হতাহত হয়েছেন। খবর পার্সটুডের।

ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা জানিয়েছে, সাদা প্রদেশের সীমান্ত এলাকার একটি জনবসতিতে সৌদি বাহিনী রোববার (১০ জুলাই) গোলাবর্ষণ করলে ১৭ ব্যক্তি হতাহত হন। আহতদের বেশির ভাগকেই সাদা প্রদেশের রাজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হাসপাতালে ভর্তি করা আহতদের প্রায় সবার অবস্থা সংকটাপন্ন।

প্রদেশের সাদা এলাকায় সৌদি সীমান্তে সেনাদের হামলায় অন্তত একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।

ইয়েমেনের সর্বোচ্চ জাতীয় রাজনৈতিক পরিষদের প্রধান মাহদি আল-মাশহাত যুদ্ধবিরতি লঙ্ঘনের ব্যাপারে সৌদি আরবকে হুঁশিয়ারি দেয়ার এক দিন পর সৌদি সেনারা সীমান্তে এ হামলা চালালো।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে