শরীয়তপুরের জাজিরা উপজেলার বড় গোপালপুর ইউনিয়নের পাঁচু মাদবর কান্দি গ্রামের লুতফর মাদবরের বাড়ির রান্না করা গরুর মাংসে আরবি হরফে আল্লাহ সাদৃশ্য লেখা দেখা গেছে।
গরুর মাংসে আল্লাহু সাদৃশ্য লেখার খবর শুনে এলাকার লোকজন দলবেঁধে তাদের বাড়িতে বাড়িতে ভীড় জমায়।
লুতফুর মাদবরের স্ত্রী বলেন, তারা কোরবানি করা গরুর মাংস রান্না করে খেতে বসেছিলো। কিন্তু গরুর মাংসে আরবি হরফে আল্লাহু লেখা দেখতে পান। এবং পরে মাংসের টুকরো না খেয়ে প্লেটে রেখে প্রতিবেশিদের বলেন।
স্থানীয় লোকজন বলেন, শুনেছি কোরবানির মাংসে আল্লাহু লেখা দেখা গেছে। খবরটি অলৌকিক মনে হয়েছে। তাই দেখতে এসেছি।
তবে স্থানীয় আলেম ওলামাদের দাবি, এটি অলৌকিক কিছু নয়। মাংসের ভাজ বাকানো থাকার কারণে কিছুটা আরবি হরফে আল্লাহু সাদৃশ্য হয়েছে।