বিশ্বের সবচেয়ে বয়স্ক ম্যাগেলানিক পেঙ্গুইনের মৃত্যু

0

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো চিড়িয়াখানায় থাকা বিশ্বের সবচেয়ে বয়স্ক ম্যাগেলানিক পেঙ্গুইনটি মারা গেছে।

ক্যাপ্টেন ইও নামের এই পুরুষ পেঙ্গুইনটির বয়স হয়েছিল ৪০ বছর। খবর সিবিএস নিউজের।

গতকাল বুধবার (৬ জুলাই) পেঙ্গুইনটির মৃত্যু হয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, পেঙ্গুইনটি গড় আয়ু ২০ থেকে ৩০ বছরের চেয়ে অনেকদিন বেশিই বাঁচলো।

বার্ধক্যজনিত কারণে পেঙ্গুইনটি দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তি হারিয়ে ফেলেছিল। এটিকে খাওয়াতেও বিশেষ পদ্ধতি অবলম্বন করা হতো। দক্ষিণ আমেরিকার পেঙ্গুইনগুলোকে ম্যাগেলানিক পেঙ্গুইন বলা হয়। লম্বায় এগুলো ২ ফুট পর্যন্ত হতে পারে। আর এদের ওজন হতে পারে ৬.৪ কেজি পর্যন্ত।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে