জাজিরায় আশ্রয়ণের ২৩’পরিবারের মাঝে ফলের চারা ও সবজি বীজ বিতরণ

0

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতি ইঞ্চি জায়গা আবাদযোগ্য করার লক্ষ্যে শরীয়তপুরের জাজিরা উপজেলার আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত ২৩’পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে ৩টি করে ফল গাছের চারা ও ৬’প্রকার সবজি বীজ উপহার দিয়য়েছে জাজিরা উপজেলা কৃষি অফিস। যারমধ্যে ছিলো উন্নতমানের মাল্টা, কুল ও বিভিন্ন রকম আম গাছের চারা।

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে উপজেলার জাজিরা ইউনিয়নের আকন কান্দি গ্রামে অবস্থিত আশ্রয়ণ প্রকল্পে উপস্থিত হয়ে এ উপহার তুলে দেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন।

‘সবার জন্য ঈদ আনন্দের’ প্রতিপাদ্যকে সামনে রেখে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ঈদ উপহার দেয়া হয়।

প্রধানমন্ত্রীর ঈদ উপহারে ফলের চারা ও সবজি বীজ পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাথাগোঁজার ঠাঁই দিয়েছেন। আমরা তার প্রতি চিরকৃতজ্ঞ। তারা জানান বাজারে এসব ফলের চারার দাম অনেক টাকা। তাই ইচ্ছে থাকলেও এসব ফলের চারা কিনতে পারতেন না তারা। উপহার হিসেবে এসব ফলের চারা পেয়ে তাই খুব খুসি তারা।

ঈদ উপহারে ফলের চারা দেয়া সম্পর্কে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন বলেন,
মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে পারিবারিক পুষ্টি চাহিদা মেটাতে বিনামূল্যে ৬ প্রকারের সবজির বীজ ও উন্নত মানের ফল গাছের চারা দেয়া হয়েছে। এগুলো পরিবেশের ভারসাম্য রক্ষা করার পাশাপাশি পুষ্টি চাহিদা পুরুণ করবে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ছিন্নমূল মানুষের মাথাগোঁজার ঠাঁই হয়েছে। পাশাপাশি তাদের পুষ্টি চাহিদার কথা মাথায় রেখে সবজি বীজ ও ফল গাছ দেয়া হয়েছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানকার মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও উপহার পাওয়ার উচ্ছাস দেখে।

ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান এর সভাপতিত্বে উপহার বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার শাহিনুর আক্তার পপি, উপসহকারী ভূমি অফিসার ও ইউপি সদস্য সহ আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে