কুমারখালীতে নিখোঁজ সাংবাদিক রুবেলের লাশ উদ্ধার

0

গোলাম সরোয়ার প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীর নির্মাণাধীন শহীদ গোলাম কিবরিয়া সেতুর নীচ থেকে নিখোঁজ সাংবাদিক রুবেলের লাশ উদ্ধার করেছে কুমারখালী থানা পুলিশ।

বৃহস্পতিবার বেলা ২ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। সাংবাদিক হাসিবুর রহমান রুবেল ‘আমাদের নতুন সময়’ জাতীয় দৈনিক পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

নিহত রুবেল কুষ্টিয়ার হাউজিং এ ব্লকের হাবিবুর রহমানের ছেলে।

নিহত রুবেলের পারিবারিক সুত্রে জানা যায়, ৩ জুলাই রাত ৯ টার দিকে কুষ্টিয়া বাবর আলী গেট সংলগ্ন তার অফিসে কাজ করার সময় হটাৎ ফোন কলে তিনি সিঙ্গার মোড়ের দিকে যান। তারপর থেকেই তার ব্যবহৃত তিনটি মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়। গত বুধবার সাংবাদিক রুবেলের নিখোঁজ হবার ঘটনায় কুষ্টিয়ায় মানববন্ধন করেন সাংবাদিক মহল।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, কুমারখালী শহীদ গোলাম কিবরিয়া সেতুর নীচ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরে তার পকেটে থাকা মানিব্যাগের মধ্যে আমাদের নতুন সময় পত্রিকার পরিচয় পত্র দেখে লাশের পরিচয় সনাক্ত করা হয়েছে।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে