ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলের মুক্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট মার্চেন্ট ও গ্রাহকেরা।
বুধবার (৬ জুলাই) ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে রাসেলের মুক্তির দাবিতে মানববন্ধন করেন ইভ্যালি মার্চেন্ট অ্যান্ড কনজিউমার কোর্ডিনেশন কমিটি।
মানববন্ধন শেষে সিএমএম আদালত গেটে থেকে তাঁতিবাজার মোড় পর্যন্ত ঝটিকা বিক্ষোভ মিছিল বের করেন ইভ্যালির মার্চেন্ট ও গ্রাহকরা।
সমাবেশে ইভ্যালি মার্চেন্ট অ্যান্ড কনজিউমার কোর্ডিনেশন কমিটির সমন্বয়ক মো. নাসির উদ্দিন গণমাধ্যমকে জানান, আমাদের মূল লক্ষ্য হচ্ছে রাসেল ভাইয়ের মুক্তি। আমরা মনে করি রাসেল ভাইয়ের মুক্তি হলে আমাদের মুক্তি হবে। রাসেল ভাই মুক্তি পেলে আমরা আমাদের প্রোডাক্ট খুঁজে পাব।
তিনি আরও বলেন, রাসেলের মুক্তির সঙ্গে লাখো মার্চেন্ট ও গ্রাহকের মুক্তি জড়িত। এ জন্য আমরা ঈদের আগে রাসেল ভাইয়ের মুক্তির জোর দাবি জানাচ্ছি।