কক্সবাজার সৈকতে ভেসে এলো নিখোঁজ দুই শিশুর মরদেহ

0

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এলো ৫ ও ৬ বছর বয়সী দুই শিশুর মরদেহ। সোমবার (৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সৈকতের ডায়াবেটিক ও নাজিরারটেক পয়েন্টে জোয়ারের পানিতে ভেসে আসলে ওই ২ শিশুকে উদ্ধার করা হয়। দ্রুত তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলো, কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়ার বাসিন্দা মুফিজ আলমের ছেলে মো. জায়েদ ও মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ।

সোমবার বিকেল ৩টার দিকে ওই দুই শিশু জোয়ারের পানি দেখতে যায়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে