সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

0

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।

জানা যায়, মৃত ব্যক্তির নাম মো. খয়বর হোসেন (৫৫)। তিনি বাংলাদেশের রংপুরের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর: EF0156162। রোববার (৩ জুলাই) পবিত্র মক্কায় খয়বর হোসেনের মৃত্যু হয়।

খবরটি নিশ্চিত করেছে দেশটির ধর্মবিষয়ক মন্ত্রণালয়। খবরটি মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে প্রকাশিত হয়েছে।

এখন পর্যন্ত হজে গিয়ে সৌদি আরবে ১২ জন বাংলাদেশির মৃত্যু হলো। এর মধ্যে ৮ জন পুরুষ ও ৪ জন নারী।

হজে গিয়ে মারা যাওয়া যাত্রীরা হলেন: মাদারীপুরের শিবচরের লায়লা আক্তার, ঢাকা জেলার তপন খন্দকার, রাজধানীর বাড্ডা সাতারকুল এলাকার মোছা. ফাতেমা বেগম, সিরাজগঞ্জ কামারখন্দের রফিকুল ইসলাম, টাঙ্গাইলের আব্দুল গফুর, রংপুরের পীরগাছার মো. আবদুল জলিল খান, ঢাকার বিউটি বেগম, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, নোয়াখালী জেলার নুরুল আমিন, চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির ও রংপুরের 
মো. খয়বর হোসেন।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে