নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের টিপরদী এলাকায় অবস্থিত মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে কার্টুন তৈরির কারখানা সোনারগাঁ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের ১৩টি ও মেঘনা গ্রুপের ৬টি ইউনিটের ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার (৪ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, মেঘনা গ্রুপের শ্রমিক আওলাদ হোসেন জানান, সকাল পৌনে ৮টার দিকে সোনারগাঁ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানার উত্তর পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়।