দেশীয় উফসী জাতের আমন ধান আবাদ বৃদ্ধির লক্ষ্যে শরীয়তপুরের জাজিরা উপজেলায় ৩’শ জন কৃষকের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন এর উপস্থিতিতে সোমবার (৪ জুলাই) বিকেলে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে ৩’শ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও আমন ধানের বীজ বিতরণ করা হয়।
২০২১-২২ অর্থবছরের খরিপ-২ মৌসুমে ৩’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে দেয়া প্রণোদনা কর্মসূচিতে প্রতিজন কৃষক’কে ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়। যা দিয়ে এক বিঘা জমিতে রোপা আমন আবাদ করতে পারবেন কৃষকেরা।
প্রণোদনা কর্মসূচির বিনামূল্যে সার ও বীজ পেয়ে উপস্থিত কৃষকেরা সরকারের কৃষি বান্ধব মনোভাব এবং প্রণোদনা কর্মসূচির প্রশংসা করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী সিকদার এবং আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা, পৌর মেয়র ইদ্রিস মাদবর, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডঃ আতিকুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল বাশার, উপজেলা আওয়ামিলীগ সভাপতি জিএম নুরুল হক, আবু তালেব চৌকিদারি, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার জনাব কেরামত আলী মোল্লা ও বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার, পৌর কাউন্সিলর, ইউপি সদস্য ও শতাধিক কৃষক কৃষাণী।
পরে উপজেলা প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন নীতি নিয়ে প্রণোদনা কর্মসূচির ব্রিফিং করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন।