করোনামুক্ত হলেন মির্জা ফখরুল

0

৮ দিন আইসোলেশনে থেকে চিকিৎসার পর করোনামুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২ জুন) সন্ধ্যায় বিএনপি মহাসচিবের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, বিএনপি মহাসচিবের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। এখন উনি করোনামুক্ত। তবে শারীরিকভাবে মহাসচিবের দুর্বলতা কাটেনি। তিনি বাসায় বিশ্রামে আছেন।

এর আগে ২৫ জুন কোভিড পজেটিভ আসে মির্জা ফখরুলের। এরপর থেকে বিএনপি মহাসচিব তার উত্তরার বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নেন। স্কয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. রায়হান রাব্বানীর তত্ত্বাবধায়নে তিনি চিকিৎসাধীন ছিলেন।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে