ফের এলপি গ্যাসের দাম বাড়ল

0

ফের এলপি গ্যাসের দাম বাড়ানো হয়েছে।

রোববার (৩ জুলাই) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ তথ্য জানায়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজির দাম ১২ টাকা বেড়ে ১ হাজার ২৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ (রোববার) সন্ধ্যা ৬টা থেকেই এ দাম কার্যকর হবে।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে এলপিজির দাম ৬২ টাকা দাম বাড়ানো হয়। তারপর মার্চ মাসে তা বাড়িয়ে ১ হাজার ৩৯১ টাকা নির্ধারণ করা হয়। এপ্রিল মাসে আরও ৪৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৯ টাকা দাম নির্ধারণ করা হয়। তবে মে মাসে ১০৪ টাকা কমিয়ে ১ হাজার ৩৩৫ টাকা করা হয়।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে