ঈদে মহাসড়কে ৭ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে

0

ঈদের দিন এবং ঈদের আগে ও পরে তিনদিন করে মোট ৭ দিন এক জেলা থেকে আরেক জেলায় মহাসড়কে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি রাইড শেয়ারিং ও করা যাবে না। তবে যৌক্তিক ও অনিবার্য প্রয়োজনে পুলিশের অনুমতি নিয়ে মোটরসাইকেল চালানো যাবে।

সড়ক পরিবহন সচিব এবিএম আমানুল্লাহ নূরী রোববার (৩ জুলাই) মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত জানিয়েছেন। রোববার সচিবালয়ে এবারের কোরবানির ঈদ যাত্রা নিয়ে হয় সভা। তাতে আসে এ সিদ্ধান্ত।

এ সভায় ভার্চুয়ালি যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  তাতে আলোচনা হয় সড়ক-মহাসড়কে পশুর হাট না বসানো, ফিটনেসবিহীন ও কোরবানির পশুবাহী গাড়ির চলাচল নিয়েও। তিনি ঈদে যান চলাচলে সবাইকে সতর্ক করেছেন।

এর আগে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, স্পিড গানসহ নিরাপত্তা তদারকির সরঞ্জামর বসানোর পরই পদ্মা সেতুতে ওপর দিয়ে চলবে মোটরসাইকেল।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে