আগামী আগস্টে হবে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা

0

বন্যার কারণে আগামী আগস্টে হবে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা। তবে পরে জানানো হবে পরীক্ষার সূচি।

রোববার (৩ জুলাই) দুপুরে আন্তঃবোর্ডের এক সভায় এই সিদ্ধান্ত হয়।

সিলেটের অর্ধেকেরও বেশি পরীক্ষা কেন্দ্র এখনও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে। এগুলো সংস্কার করে পুনরায় পরীক্ষার উপযোগী করতে সময় লাগবে।

তাই ‍জুলাই মাসে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। চলতি বছর এসএসসি পরীক্ষা শুরুর কথা ছিল গত ১৯ জুন।

কিন্তু দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে