দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময় ১ হাজার ১০৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আগের দিন করোনায় মৃত্যু হয়েছিল পাঁচজনের। আর করোনা শনাক্ত হয়েছিল ১ হাজার ৮৯৭ জনের।
টানা চার দিন দৈনিক শনাক্ত দুই হাজারের ওপরে থাকার পর গত দুই দিন থেকে শনাক্তের সংখ্যা দুই হাজারের নিচে রয়েছে। অবশ্য গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা তুলনামূলকভাবে কম হয়েছে।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় দেশে ৮ হাজার ১৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ। আগের দিন এই হার ছিল ১৫ দশমিক ৩১।
এর আগে দেশে করোনা শনাক্তের হার ১০-এর ওপরে ছিল গত ১৭ ফেব্রুয়ারি। এরপর শনাক্তের হার ধারাবাহিকভাবে কমে আসে।
গত ২৪ ঘণ্টায় করোনায় যে ছয়জনের মৃত্যু হয়েছে, তাঁদের তিনজন ঢাকা বিভাগের, দুজন চট্টগ্রামের ও একজন ময়মনসিংহ বিভাগের।
চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে নিয়মিতভাবে রোগী শনাক্ত ও শনাক্তের হার কমেছে। দেশে সংক্রমণ কমে আসায় আবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। তুলে নেওয়া হয় করোনাকালীন বিধিনিষেধ। ২৫ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ১০০-এর নিচেই ছিল। এর পর থেকে তা বেড়েছে।
দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় সব জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। মাস্ক না পরলে শাস্তি দেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।