বিশ্ব নিরাপত্তা ও শান্তির হুমকি রাশিয়া: ন্যাটো

0

রাশিয়াকে সারা বিশ্বের নিরাপত্তা ও শান্তির জন্য সরাসরি ও বড়সড় হুমকি মনে করছে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো। বুধবার (২৯ জুন) স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত জোটের শীর্ষ সম্মেলনে বিষয়টি স্পষ্ট করেন জোট সদস্য দেশগুলো। রাশিয়ার হামলা ঠেকাতে ইউরোপের পূর্ব সীমান্তসহ বাল্টিক অঞ্চলে সেনা উপস্থিতি বাড়ানোর ঘোষণা দেন ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ। রুশ হুমকি মোকাবিলায় সীমান্তে তিন লাখ সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো।

জেনস স্টলটেনবার্গ বলেন, দেখুন দিনের পর দিন রাশিয়া ইইউসহ স্ক্যান্ডিনেভিয়া ও বাল্টিক অঞ্চলসহ পুরো বিশ্বের জন্য ভয়ংকর হয়ে ওঠছে। ইউক্রেন তার বড় প্রমাণ। তাই রাশিয়ার সীমান্তে ন্যাটোভুক্ত দেশগুলোর সামরিক শক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ট্রান্স আটলান্টিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে নতুন রাজনৈতিক ও নিরাপত্তা পরিকল্পনায় আমাদের নেতারা একমত হয়েছেন।

এদিকে কয়েক সপ্তাহের বিরোধের অবসান ঘটিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ফিনল্যান্ড ও সুইডেনের যোগদানের ওপর থেকে নিজেদের আপত্তি প্রত্যাহার করে নিয়েছে তুরস্ক। মাদ্রিদে ন্যাটো সম্মেলন শুরুর আগে মঙ্গলবার (২৮ জুন) চার ঘণ্টা আলোচনার পর এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। এর ফলে ৩০ সদস্যের জোটটিতে নতুন দুই দেশকে সদস্য করার পথ সুগম হলো।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে